ছবি : আপন দেশ
এসএসসি পরীক্ষা-২০২৬-এর প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ই-টিআইএফ পূরনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও দিক নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ এপ্রিলের মধ্যে এ ই-টিআইএফ পূরণ করে বোর্ডে পাঠাতে হবে।
প্রতিষ্ঠান প্রধানসহ কর্মরত সব শিক্ষকদের পরীক্ষা-সংক্রান্ত গোপনীয় কাজ সম্পাদনের লক্ষে সিটিআইএফ পূরণ নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন : সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করলে স্বচ্ছতা থাকবে : সিইসি
নির্দেশনায় বলা হয়, প্রধান পরীক্ষক হওয়ার জন্য অনেক শিক্ষক মাস্টার ট্রেইনার না হওয়া সত্ত্বেও TIF-এর ভাটায় মাস্টার ট্রেইনার এর কলাম এন্ট্রি করেছেন। যারা প্রকৃতপক্ষে মাস্টার ট্রেইনার নয় তারা অনতিবিলম্বে eTIF-এর ডাটা থেকে মাস্টার ট্রেইনার কলাম সংশোধন করবেন, নতুবা এরূপ প্রতারণামূলক তথ্য দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া করা হবে এবং প্রতিষ্ঠান প্রধান সত্যায়নকারীর দায় এড়াতে পারবেন না।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































