ছবি: আপন দেশ
চলতি আগস্টের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ করে দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদভুক্ত আল ফিকহ অ্যান্ড ল' বিভাগের শিক্ষার্থীরা
রোববার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের নীচতলায় বিভাগের গেট তালা দিয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এ সময় আজকের মধ্যে পরীক্ষার রুটিন, এ মাসের মধ্যে পরীক্ষা শেষ করে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা।
এছাড়া এক্সাম এক্সাম এক্সাম চাই, ফোর টু এর এক্সাম চাই; আজকে নাকি কালকে, আজকে আজকে; দাবি মোদের একটাই, ফোর টু এর এক্সাম চাই; ডেট নিয়ে প্রহসন, চলবে না চলবে না; ধৈর্য ধরার সান্ত্বনা, আর না আর না; সবাই যখন কেন, আল ফিকহ কেন মর্গে; মুক্তি মুক্তি মুক্তি চাই, বন্দি থেকে মুক্তি চাই ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
আরওপড়ুন<<>>রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে হেলথ অ্যায়ারনেস প্রোগ্রাম
শিক্ষার্থীরা জানান, জুলাই অভ্যুত্থানের পর বিভাগ সংস্কারের অংশ হিসেবে ১৭ দফা দাবির প্রেক্ষিতে বিভাগের শিক্ষকরা একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেন। সে অনুযায়ী ৪.১ সেমিস্টারের পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি৷ পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা যায়। বারবার ফলাফল প্রকাশের দাবি জানালেও শিক্ষকরা নানা অজুহাতে ফল প্রকাশে দেরি করে। এতে আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিভাগে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা আটকে নেই, আল ফিকহ ব্যতীত।
শিক্ষার্থী আনারুল ইসলাম বলেন, স্যার আমাদের বলেছিলেন, জুনের মধ্যে শেষ করে দিবে। কিন্তু আগস্ট মাস চলে, তারা আমাদের সঙ্গে টালবাহানা করছে। স্যার বলছেন, এখনও নাকি তৃতীয় পরীক্ষকের কাছে ৪.১ সেমিস্টারের খাতাই যায়নি। খাতা যাবে, তিনি খাতা দেখে নাম্বার দিবেন। তারপর রিটেক নিবেন, এরপর তাদের সুবিধাজনক সময়ে ৪.২ সেমিস্টারের পরীক্ষা নিবে। সামনেই আমাদের জুডিসিয়ার সার্কুলার আছে। স্যাররা যদি এমন করতে থাকে তাহলে আমরা বহুল আকাঙ্খিত সার্কুলারটা মিস করব। এমন প্রহসন আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।
শিক্ষার্থী সুমাইয়া আহমেদ বলেন, ল’ ফ্যাকাল্টির অন্য দুটি বিভাগের অনেক আগেই ১৯-২০ সেশনের অনার্স শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখনো শেষ করতে পারছি না। ক্যাম্পাসের যে গুটিকয়েক বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের এখনও অনার্স শেষ হয়নি, তাদের মধ্যে আমরা অন্যতম। সামনে আমাদের সার্কুলার আছে, কিন্তু সেটা আমরা পাব কিনা তা এখনও নিশ্চিত না। আমাদের আশ্বাস দেয়া হয়েছিল, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের মধ্যে পরীক্ষা শেষ করে দেয়া হবে। কিন্তু তার কোন বাস্তবায়ন দেখতে পাইনি। তাই আমরা আজকে এখানে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































