Apan Desh | আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে হেলথ অ্যায়ারনেস প্রোগ্রাম

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৯, ১০ আগস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে হেলথ অ্যায়ারনেস প্রোগ্রাম

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে 'হেল্থ অ্যায়ারনেস প্রোগ্রাম ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্কুলের ১১৪ নং কক্ষে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় এ প্রোগামের আয়োজন করে।

আজকের আয়োজনে খাদ্য সচেতনতা, মানসিক স্বাস্থ্য ও সুস্থ থাকতে ব্যায়ামের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের সচেতনা করা হয়। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের বই উপহার দেয়া হয়।

আক্তারুজ্জামান রাফির সঞ্চালনায় প্রোগ্রামে আলোচক হিসেবে ছিলেন, আহসান হাবিব, মোহা. ফুয়াদ হাসান ও জাকারিয়া ইসলাম রনি।

আরওপড়ুন<<>>স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের পরিচালক বলেন, আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। বর্তমানে শিক্ষার্থীরা খাদ্য বিষয়ে খুব একটা সচেতন নয়। তাছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এজন্য মানসিক স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এ ধরণের প্রোগ্রাম আরও বেশি বেশি করা উচিত।

সমাপনী বক্তব্যে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন'র সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, মানসিক ও শারীরিক সুস্থতা একটা বিশেষ নিয়ামত। আমরা সঠিক খাবার ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকতে পারব। তাই স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা করার লক্ষ্যে আমাদের এ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।  শহরে ও গ্রামে সকল জায়গায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করার জন্য এ ধরনের প্রোগ্রাম নিয়মিত আয়োজন করব।

প্রোগামে বিশ্ববিদ্যালয় স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপন দেশ/এমএইজ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়