
ছবি: আপন দেশ
একটি জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। একজন বাংলায় কথা বলে না পাহাড়ি ভাষায় কথা বলে, হিন্দু না মুসলমান এটা কোনো বিষয় না। বলেছেন, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব।
তিনি বলেন, নাগরিক ও ছাত্র হিসেবে সকলের অধিকার সংরক্ষিত থাকবে। এমন একটি সামাজিক চুক্তিতে আমাদের যেতে হবে। রাজনীতিকে পেশিশক্তির সংস্কৃতির কুৎসিততা থেকে মুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে জবি শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব বলেন মির্জা গালিব।
ছাত্রশিবিরের সাবেক এ নেতা বলেন, রাজনীতির জন্য পেশিশক্তি দিয়ে কাউকে হেনস্তা করা ঠিক নয়। একটি কালেক্টিভ জাতি গঠন করতে হবে। যারা দেশের প্রয়োজনে কাজ করবে। জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হবে। তবেই একটি উন্নত জাতি, দেশ গড়তে এ ঐক্যের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, এ দেশের তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তনের আাকাঙ্খা রয়েছে। এ আকাঙ্খা পূরণে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তরুণদের স্কিলড ম্যানপাওয়ারে পরিণত করতে হবে। রাজনৈতিক সচেতন এবং টেকনোলজিক্যাল প্রতিযোগিতায় যুগোপযোগী হতে হবে।
আরওপড়ুন<<>>ডেঙ্গু আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভপতি জাহিদুল ইসলাম বলেন, পৃথিবীর একটি অর্জন অন্য একটি অর্জনের পথ খুলে দেয়। কোনো অর্জনের পর অতি উৎসাহী না হয়ে পরবর্তী অর্জনের জন্য নতুন পরিকল্পনা করতে হবে। আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখি, সেখনে উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী কম। বিশ্ববিদ্যালয় মানুষ তৈরির কারখানা হওয়া উচিত। কিন্তু এখানে তা হয় না।
তিনি আরও বলেন, যে রাষ্ট্রের সংবিধান একটি দ্বন্দ্বের উপর প্রতিষ্ঠিত, তা দিয়ে সুষ্ঠু রাজনীতি পাওয়া যায় না। গালাগালিকে গলাগলিতে রুপান্তরের রাজনীতি তুলে ধরতে চায় ছাত্রশিবির। ছাত্ররাজনীতি হবে ভাবিষতে এ জাতির নেতৃত্ব প্রদানের। বাংলাদেশ হলো- একটি সুন্দর একটা বাগান, যেখানে কোনো মালি নাই। এ তরুণ সমাজ সৎ, দেশপ্রেমিক ও দক্ষ হবে। যারা দেশ পরিচালনা করবে।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড.মো রেজাউল করিম বলেন, আমরা সকল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম সকল বিশ্ববিদ্যালয়ের আগে শুরু করেছি। আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ছাত্রশিবির আজকে যে উদ্যোগ নিয়েছে ,অন্যান্য ছাত্রসংগঠনকে এ ধরনের কার্যক্রম আয়োজনের আহবান জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ বিলাল হোসাইন, ছাত্র হল প্রোভোস্ট-১ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও শাখা শিবিরের অন্যান্য নেতৃত্বসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।