
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ওমর ফারুক খান
এবার পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। গতকাল বুধবার (১৬ জুলাই) তিনি দিনভর বাংলাদেশ ব্যাংকে বসেছিলেন। গভর্নর আহসান এইচ মনসুরের সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। কিন্তু গভর্নর তাকে সাক্ষাৎ দেননি।
অবশেষে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি পর্ষদ বরাবর স্বেচ্ছায় পদত্যাগপত্র দিয়েছেন। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান করার আলোচনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৪ জুলাই, ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। দেশের সব ব্যাংককে দেয়া এক চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে (১৫ জুলাই) তাদের হিসাবসংক্রান্ত সব তথ্য—ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, লকার, বন্ড, কার্ড, বড় অঙ্কের লেনদেনের ভাউচার—পাঠাতে নির্দেশ দেয়া হয়েছিল।
আরও পড়ুন<<>> ইসলামী ব্যাংকে অস্থিরতা, এবার বিএফআইইউ ধরেছে চেয়ারম্যানকে
ওবায়দুল্লাহ আল মাসুদের এক ঘনিষ্ঠজন এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানতে চান তাকে (মাসুদ) কী মনিরুল মাওলার (সাবেক এমডি) পথে যেতে হচ্ছে?
গত ২২ জুন গভীর রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলা। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতারের এ ঘটনা গোটা ব্যাংক খাতে ব্যাপক আলোড়ন তোলে। এর আগেই দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংকসহ একাধিক সংস্থা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল।
ব্যাংকের আভ্যন্তরীণ অডিট বলছে সাবেক এমডি ও চেয়ারম্যানের যোগসাজসে ইসলামী ব্যাংকের প্রায় ৪৩% টাকা উদাও হয়েছে। এস আলম গ্রুপের লুটপাটে সহায়তা করে নিজেরাও বিলিয়নার বনে গেছেন।
আরও পড়ুন<<>> বিশেষ প্রতিবেদন এবার জলিলে ডুবছে ইসলামী ব্যাংক!
এদিকে ব্যাংকটির রেগুলার ব্যাবস্থাপনা পরিচালক হচ্ছেন জামায়াত নেতা ওমর ফারুক খান। এর আগের এমডি মনিরুল মাওলাও জামায়াতের দ্বিতীয়সারির নেতা ছিলেন। কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। আর বর্তমান এমডির বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ রয়েছে।
ইসলামী ব্যাংক সূত্র জানিয়েছে, গত ১০ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে এমডি হিসাবে চুড়ান্ত করে অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংক অনাপত্তি পত্র পাঠালে সরকারি কর্মদিবসের যেকোনো দিন তিনি রেগুলার এমডি হিসাবে দায়িত্ব পালন করবেন। এখন তিনি চলতি দায়িত্ব পালন করছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।