
দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
গোপালগঞ্জের আজকের ঘটনা জুলাইয়ে যারা আমরা একসঙ্গে লড়াই করেছিলাম তাদের জন্য একটি ওয়েক-আপ কল। এরকম চলতে থাকলে আমাদের আবার অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। আমরা যদি আবার ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নামি তাহলে ইনশাল্লাহ সে পরাশক্তি আবার দমন হবে। এ মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারের শিরোনাম ছিল— ‘শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ’।
সেমিনারে মাহমুদুর রহমান বলেন, আজকের গোপালগঞ্জের ঘটনা, জুলাইয়ে আমরা যারা একসঙ্গে লড়াই করেছিলাম তাদের জন্য একটি ওয়েক-আপ কল। এরকম অবস্থা চলতে থাকলে আমাদের আবার অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এটি শুধু রাজনীতিবিদদের নয়, সরকারেরও বড় ব্যর্থতা।
সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, সরকারের জানা উচিত ছিল আজ এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে যাবেন। আগেই প্রস্তুতি নেয়া উচিত ছিল। অথচ নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। এ ব্যর্থতার পর স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার দায়িত্বে থাকা ব্যক্তি আদৌ ক্ষমতায় থাকার যোগ্য কি না—এখন সেটিও ভাবার সময় এসেছে। অনেকে বলে, জুলাই বিপ্লব আবেগনির্ভর ছিল না। কিন্তু আমি বলি—আবেগই সব। আবেগ না থাকলে কেউ জীবন দিতে পারে না।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, এ দেশ তরুণদের জন্য নিরাপদ থাকবে। যখনই তারা রুখে দাঁড়িয়েছে, তখনই রাষ্ট্র শক্তি হারিয়েছে। এখন আর স্পার্টাকাস বা চে গুয়েভারার গল্প পড়ার দরকার নেই। আমরা আজ থেকে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, নাফিজদের গল্প পড়ব।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।