
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। গোপালগঞ্জে যা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত।
তিনি বলেন, যতটুকু দেখেছি, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও ইকোসিস্টেম’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
আরওপড়ুন<<>>জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে: প্রধান উপদেষ্টা
তিনি বলেন, গোপালগঞ্জে যারা এ ঘটনা ঘটিয়েছে, সশস্ত্র হামলা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হবে বলে আশা করি।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। দেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশ চলবে এমনটা আমরা প্রত্যাশা করি। হামলায় জড়িতরা গ্রেফতার হবে। অপরাধীদের ধরতে কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
নৌকা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশ নাগরিক হিসেবে এটিকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে মনে করি। নৌকা মার্কা ব্যবহার করে একটি রাজনৈতিক দল তিন দফা মানুষের ভোটাধিকার হরণ করেছে। সে মার্কাটিকে রাখা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।