
ছবি: সংগৃহীত
ইরাকের একটি শপিংমলে ভয়াবহ আগুনে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির আল-কুত সিটির একটি সুপারমার্কেটে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এএফপির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে শপিংমলে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইরাকের কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রদেশটির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুটের একটি পাঁচ তলা ভবনে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএ-কে জানিয়েছেন, বুধবার রাতে শহরের জনপ্রিয় হাইপার শপিংমলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে।
আরওপড়ুন<<>>তীব্র ভূমিকম্পের পর আলাস্কায় সুনামি সতর্কতা
রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত কুতের একটি হাসপাতালে ভোর ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের আনা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, শপিংমলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত প্রথম তলা থেকে হয়েছে। এএফপির সংবাদদাতা হাসপাতালে পুড়ে যাওয়া মরদেহ দেখার কথা জানিয়েছেন।
ওয়াসিত প্রদেশের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, সরকার ভবনটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
উল্লেখ্য, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।