Apan Desh | আপন দেশ

ভাগাভাগিতে রুয়া নির্বাচন: পদ পাচ্ছে আওয়ামী লীগও

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১১:২৩, ১২ জুলাই ২০২৫

ভাগাভাগিতে রুয়া নির্বাচন: পদ পাচ্ছে আওয়ামী লীগও

রুয়া লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচনে পদ ভাগাভাগির অভিযোগ উঠেছে। তাতে আওয়ামীলীপন্থীদের ৬টি পদ দেয়ার গুঞ্জন উঠেছে। এতে ঘোলাটে হচ্ছে পরিস্থিতি।

নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, কয়েকদিনের মিটিংয়ে দরকষাকষির পর এখন পর্যন্ত সভাপতিসহ বিএনপিপন্থীদের ভাগে রয়েছে ১৭টি পদ। কোষাধ্যক্ষসহ একই সংখ্যক পদ পেতে পারেন জামাতপন্থীরা। অন্যদিকে জাসদ-মৈত্রী ভাগে পেতে পারেন সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদ। এতো সব ভাগাভাগির মাঝেও বাদ পড়েনি পতিত আওয়ামীপন্থীদের নাম। সহ-সভাপতিসহ মোট ৬টি পদ পেতে পারেন তারা। 

এ বিষয়ে বিএনপিপন্থী সাবেক শিক্ষক প্রফেসর ড. এম. রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন দল কতটি পদ পাবে সেটা নিশ্চিত হয়নি। একটা খসড়া আলাপ হয়েছে। আগামী আলোচনাতে নিশ্চিত হওয়া যাবে। 

জামাতপন্থী শিক্ষক প্রফেসর ড. নিজাম উদ্দিন বলেন, আমাদেরকে কোষাধ্যক্ষসহ ১৭টি পদ দেয়ার প্রস্তাব দিয়েছে আমরা এখনো এ বিষয়ে কোনো কথা বলিনি। আমরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ পদ চেয়েছি। বিস্তারিত পরে বলা যাবে।

আওয়ামীপন্থীদের ভাগ দেয়ার ব্যাপারে তিনি আরো বলেন, আলোচনায় আওয়ামীপন্থী সাবেক উপ-উপাচার্যের নেতৃত্বে ৬টি পদ দেয়ার বিষয়ে কথা উঠেছে কিন্তু এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে তাদেরকে ভাগ দেয়া হলে কিংবা আমাদের দাবি মানা না হলে কি সিদ্ধান্ত নেব আমরা তা পরবর্তীতে বলতে পারব।

এ বিষয়ে জাসদ-মৈত্রীর পক্ষ থেকে আইয়ুব আলী খান সমঝোতার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদেরকে ১১টি পদ দিতে চাইলেও আমরা আরো বেশি পদ চেয়েছি। এখন পর্যন্ত চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হয়নি। 

নাম প্রকাশ না করার সর্তে আওয়ামীপন্থী এক শিক্ষক বলেন, আমরা দল-মত দিয়ে বিশ্ববিদ্যালয়কে ভাগ করতে চাই না। এ ধরনের ট্যাগিং ভালো কালচার নয়। দেশে মবের জন্য থাকা যাচ্ছে না। রুয়া একটি অরাজনৈতিক প্লাটফর্ম, আমরা নির্বাচনে অংশ নেব দল হিসাবে না যে কেউ থাকতে পারে আমাদের মধ্যে। 

এ বিষয়ে জানতে চাইলে রুয়ার অ্যাডহোক কমিটির আহবায়ক প্রফেসর ড. একরামুল হামিদ বলেন, সকলের অংশীদারত্ব নিশ্চিতে দলগুলো পরস্পর আলোচনা করেতেছে। তবে ভাগাভাগি বা সমঝোতার বিষয়ে আমি কিছু জানি না।

নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত। ভোটাররা আসবে ভোট দিবে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করব এর বাইরের কোনো বিষয় নিয়ে আমরা জানিও, না ভাবছিও না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়