Apan Desh | আপন দেশ

বিপিএমসিএ’র প্রথম নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দীন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ১৭ জুলাই ২০২৫

বিপিএমসিএ’র প্রথম নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দীন

ডা. শেখ মহিউদ্দিন। ফাইল ছবি

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) প্রথম নির্বাচিত সভাপতি হয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

প্রথমবারের মতো সরাসরি ভোটে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা। এর মধ্যে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে কর্মরত। অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান।

ডা. শেখ মহিউদ্দীন এর আগে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করলেও এবার সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়ে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর উন্নয়ন ও স্বার্থ-সুরক্ষায় নতুন প্রত্যয়ের বার্তা দিয়েছেন।

আরওপড়ুন<<>>‘চিকিৎসা ব্যয় মেটাতে বছরে গরিব হচ্ছে ৫০ লাখ মানুষ’

নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন সৈয়দ মো. মোরশেদ হোসেন, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান, প্রীতি চক্রবর্তী ও মোহাম্মদ সাহাব উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- সাইমুম সাইরাস, উলফাত জাহান মুন, মো. নাজমুল আহসান সরকার ও নীলু আহসান। অর্থ সম্পাদক পদে মো. হাবিবুল হক, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মুহাম্মদ আব্দুস সবুর, আইন বিষয়ক সম্পাদক পদে রাশীদ সাইফুনুল ইসলাম, শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সামিরা আহমেদ বিজয়ী হয়েছেন।

বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ীরা হলেন, চট্টগ্রাম বিভাগে রইস আব্দুর রব, রাজশাহী বিভাগে গাজী সেজান তানভীর এবং সিলেট বিভাগে অধ্যাপক ডা. শাহরিয়ার মোমেন চৌধুরী। এছাড়াও নির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন অধ্যাপক ডা. আবুল খায়ের ও ডা. মো. রেফায়েত উল্লাহ শরীফ।

নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নতুন সভাপতি ডা. শেখ মহিউদ্দীন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ নির্বাচন প্রাইভেট মেডিকেল কলেজ শিক্ষাব্যবস্থাকে একটি কাঠামোবদ্ধ, সুশৃঙ্খল এবং যুগোপযোগী ব্যবস্থার দিকে এগিয়ে নেয়ার সুযোগ। আমি সকল সদস্যের মত ও অংশগ্রহণকে সম্মান জানিয়ে সংগঠনের স্বার্থে কাজ করে যেতে চাই।

নতুন নেতৃত্বের অধীনে এখন প্রাইভেট মেডিকেল শিক্ষার মানোন্নয়ন, নীতিগত স্বচ্ছতা এবং শিক্ষক-শিক্ষার্থী-ব্যবস্থাপনা ত্রয়ীর সমন্বয়ে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এমএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়