Apan Desh | আপন দেশ

আবারও চালু হচ্ছে ‘অগ্রণী-দুয়ার ব্যাংকিং’ সেবা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:০২, ১৩ জুলাই ২০২৫

আবারও চালু হচ্ছে ‘অগ্রণী-দুয়ার ব্যাংকিং’ সেবা

ফাইল ছবি

হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হতে যাচ্ছে ‘অগ্রণী-দুয়ার ব্যাংকিং’ সেবা। যা দেশের লক্ষাধিক গ্রাহক ও হাজারো কর্মকর্তা-কর্মচারীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। গত ৮ জুলাই হাইকোর্ট এ নির্দেশ দেন।

এর আগে গত ২০ জুন সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংক হঠাৎ করেই একতরফাভাবে ‘অগ্রণী-দুয়ার ব্যাংকিং’ সেবা বন্ধ ঘোষণা করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ১০ লাখেরও বেশি গ্রাহক ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হন। ৩ হাজার-এর বেশি উদ্যোক্তা ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েন।

সেবা বন্ধের ফলে গ্রামীণ অর্থনীতিতে দেখা দেয় চরম স্থবিরতা। বিভিন্ন এলাকায় বিক্ষোভ, এজেন্ট আউটলেটে আইনশৃঙ্খলার অবনতি ও সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পায়।

আরও পড়ুন>>>অগ্রণী ব্যাংকে ঘটছে কী! ১০ লাখ গ্রাহক ঝুঁকিতে

হাইকোর্টের নির্দেশনার ফলে, দেশের ৫০০টির বেশি আউটলেট ও সংশ্লিষ্ট ৩ হাজারের বেশি কর্মী পুনরায় কাজে ফিরতে পারবেন। দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত থাকা গ্রাহকরাও আবার স্বাভাবিক লেনদেনের সুযোগ পাবেন।

দুয়ার সার্ভিসেস পিএলসি জানায়, হাইকোর্টের লিখিত আদেশ পাওয়া মাত্র তা অগ্রণী ব্যাংকে সরবরাহ করা হবে। ইতোমধ্যে আদালতের নির্দেশনার আইনজীবী কর্তৃক প্রত্যয়নপত্র ব্যাংকের কাছে জমা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে—এ আদেশ লঙ্ঘন করলে তা আদালত অবমাননার শামিল হবে।

দুয়ার সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে বহুবার চুক্তির মেয়াদ বৃদ্ধি ও যৌথ আলোচনার আহবান জানানো হলেও তা উপেক্ষা করে হঠাৎ সেবা বন্ধ করাকে অনেকেই চুক্তিভঙ্গ ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে মনে করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়