
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ড. মাহমুদুর রহমান সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি বলেন,
“সংবাদপত্রে ‘হাউজ পলিসি’ বলে কিছু নেই, আছে ‘এডিটোরিয়াল পলিসি’। প্রতিটি সংবাদমাধ্যমের নিজস্ব নীতি থাকে, আমার দেশ-এরও একটি স্পষ্ট রাজনৈতিক নীতি রয়েছে।”
তিনি জানান, আমার দেশ কোনো বিনোদনধর্মী সংবাদ প্রকাশ করে না।
“কার বউ কয়টা বা কে কাকে বিয়ে করলো—এ ধরনের খবর আমাদের পত্রিকায় সম্পূর্ণ নিষিদ্ধ। আমার দেশ শুধুই রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে কাজ করে।”
ড. মাহমুদুর রহমান বলেন,
“মাল্টিমিডিয়ায় আমার দেশ এখন অনেক দূর এগিয়েছে। আমরা লিড নিউজকে ঘিরে আলাদা মাল্টিমিডিয়া রিপোর্ট তৈরি করি, যা এখনো অন্য কোনো গণমাধ্যম শুরু করতে পারেনি।”
ক্লিকবেইট সাংবাদিকতা সম্পর্কে প্রশ্নে তিনি বলেন,
“এটি একধরনের অপসাংবাদিকতা। সত্যিকারের সাংবাদিকতায় এর কোনো স্থান নেই। এটি অবশ্যই বন্ধ হওয়া উচিত।”
তিনি আরও বলেন,
“মতাদর্শ যেকোনো সাংবাদিকের থাকতে পারে, কিন্তু সেটি যেন সংবাদের ওপর প্রভাব না ফেলে। সংবাদ সবসময় সত্যনিষ্ঠ হতে হবে।”
তিনি জানান, আমার দেশ পত্রিকা জুলাই মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে।
“আজকেও আমাদের পত্রিকায় জুলাই নিয়ে ছয়টি প্রতিবেদন ছাপা হয়েছে, যা অন্য কোনো পত্রিকায় দেখা যায় না।”
সাংবাদিকদের সম্মানী প্রসঙ্গে তিনি বলেন,
“ক্যাম্পাস সাংবাদিকদের শুধু সম্মান নয়, সম্মানীও দেয়া উচিত। যদিও ওয়েজবোর্ড অনুযায়ী সেটা কঠিন, তবে আমার দেশ চেষ্টা করে তা মেনে চলতে।”
রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্নে তিনি বলেন,
“আওয়ামী লীগ বলে আমার দেশ বিএনপির পত্রিকা, আর বিএনপি বলে জামায়াতের। কিন্তু আমার দেশ কারো দালালি করে না। অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময়ই লেখালেখি করব—সে যেই দলেরই হোক।”
“আমরা কারো অনুসরণ করি না, আমার দেশ নিজের মতাদর্শে চলে,”—জোর দিয়ে বলেন মাহমুদুর রহমান।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।