Apan Desh | আপন দেশ

মাদকের কুফল নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১৬ মে ২০২৫

আপডেট: ২১:৫৮, ১৬ মে ২০২৫

মাদকের কুফল নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার মানোন্নয়ন ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মতবিনিময় সভা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এ সভার আয়োজন করা হয়। এতে ভেটেরিনারি অনুষদের শিক্ষকও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় সাড়ে তিনশ’ শিক্ষার্থী।

আরওপড়ুন<<>>জবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, দাবি মানল সরকার

সভায় শিক্ষার্থীরা ব্যবহারিক খাতার পরিবর্তে প্রেজেন্টেশন চালু, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, অনুষদীয় ক্যাফেটেরিয়া চালু, শ্রেণিকক্ষ সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।

প্রধান আলোচক মো. জাফরুল্ল্যাহ কাজল মাদকাসক্তির কারণ, কুফল, প্রভাব, প্রতিরোধের উপায় ও উত্তরণের নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমরা দেখেছি, মাদকসেবীরা প্রত্যেকেই ধূমপানে আসক্ত। এ ধূমপানই ধীরে ধীরে মাদকের দিকে ধাবিত করে। একটি সিগারেট কেনার টাকা দিয়ে তিনটি কলা খাওয়া সম্ভব। এতে একই খরচে স্বাস্থ্য উপকার হবে।

মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। এটি কেবল ব্যক্তিকে নয়, তার পরিবারকেও বিপর্যস্ত করে তোলে। তাই মাদকের কুফল সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, যারা ভালো ভেটেরিনারিয়ান হতে চাও, তোমরা সময়ের সর্বোত্তম ব্যবহার কর। যদি আমরা সময় নষ্ট করি, তবে তা আর কখনও ফিরে আসবে না। লেখাপড়া ও চাকরিসহ সবক্ষেত্রে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তাই প্রতিযোগিতার মনোভাব সব সময় ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয় তিনি বলেন, পরিবার, নিজস্ব উন্নয়ন, প্রতিষ্ঠান ও দেশের স্বার্থে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। জানি, তোমাদের ব্যস্ততা রয়েছে, তবে তা কমানোর চেষ্টা করো। সর্বোপরি, একজন ভালো ভেটেরিনারিয়ান হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হও।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়