
আপন দেশ
দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে আন্দোলনস্থলে এসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
জবি 'ঐক্য প্লাটফর্ম' থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। এ সময় তিনি বলেন, আমাদের প্রত্যেকটি দাবি আদায় হয়েছে। বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সকল বাজেটে সেই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে সেই আশ্বাস পেয়েছি আমরা। অর্থ মন্ত্রণালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিংয়ে সরকার আমাদের ৪ দফা দাবি মেনে নিয়েছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।
অধ্যাপক ড. রইছ উদ্দীন আরও বলেন, সামনের বাজেটেই আমাদের দাবির প্রতিফলন দেখব। আমাদের তিন দফা দাবির অস্থায়ী আবাসনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পে প্রায়োরিটি ব্যসিস অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরওপড়ুন<<>>উপদেষ্টাকে বোতল ছোঁড়া সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর
আন্দোলন সমাপ্তি ঘোষণা দিয়ে তিনি বলেন, আজকে যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে, তাই আমাদের চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি। পাশাপাশি কমপ্লিট শাটডাউন তুলে নিয়েছি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সরকার শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে গণঅনশন শুরু করেছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝতে পেরেছে। দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। এ আশ্বাসকে সম্মান জানিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণে খুব দ্রুত এ কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
এদিন, দাবি আদায়ে বিকেল পৌনে ৪টায় কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনশনে বসেন।
সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিকেল ৩টায় সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে গণঅনশনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।