Apan Desh | আপন দেশ

ঢাবি ছাত্র সাম্য হত্যায় ইউট্যাব রাবি শাখার নিন্দা 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ১৪ মে ২০২৫

আপডেট: ১৭:৫৫, ১৪ মে ২০২৫

ঢাবি ছাত্র সাম্য হত্যায় ইউট্যাব রাবি শাখার নিন্দা 

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউট্যাব রাবি শাখা। পাশাপাশি সংগঠনটি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ৪ দফা দাবি জানান তারা।

বুধবার (১৪ মে) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একজন উদীয়মান তরুণ নেতা হিসেবে সাম্য মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন। তার এ নির্মম হত্যাকাণ্ড কেবল একটি জীবনকে নয়। বরং শিক্ষাঙ্গনে মুক্তচিন্তা ও নিরাপদ পরিবেশকে হত্যা করেছে।

আরওপড়ুন<<>>ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত, আটক ২

ইউট্যাব রাবি শাখা মনে করে, এ ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘদিন ধরে চলমান সহিংস ও দমনমূলক রাজনীতির একটি ভয়ানক প্রতিফলন। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দলীয় দখলদারিত্ব ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইউট্যাব'র ৪ দফা দাবি হলো-

১. ছাত্রনেতা সাম্য হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও টেকসই ব্যবস্থা নিতে হবে।

৩. শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।

৪. স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে শিক্ষাঙ্গনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইউট্যাব আরও বলেন, ইউট্যাব বিশ্বাস করে সাম্যর এই আত্মত্যাগ আমাদের সকলের দায়বোধকে জাগ্রত করবে এবং শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও তীব্র করবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা