Apan Desh | আপন দেশ

ঢাবি ছাত্র সাম্য হত্যায় ইউট্যাব রাবি শাখার নিন্দা 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ১৪ মে ২০২৫

আপডেট: ১৭:৫৫, ১৪ মে ২০২৫

ঢাবি ছাত্র সাম্য হত্যায় ইউট্যাব রাবি শাখার নিন্দা 

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউট্যাব রাবি শাখা। পাশাপাশি সংগঠনটি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ৪ দফা দাবি জানান তারা।

বুধবার (১৪ মে) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একজন উদীয়মান তরুণ নেতা হিসেবে সাম্য মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন। তার এ নির্মম হত্যাকাণ্ড কেবল একটি জীবনকে নয়। বরং শিক্ষাঙ্গনে মুক্তচিন্তা ও নিরাপদ পরিবেশকে হত্যা করেছে।

আরওপড়ুন<<>>ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত, আটক ২

ইউট্যাব রাবি শাখা মনে করে, এ ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘদিন ধরে চলমান সহিংস ও দমনমূলক রাজনীতির একটি ভয়ানক প্রতিফলন। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দলীয় দখলদারিত্ব ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইউট্যাব'র ৪ দফা দাবি হলো-

১. ছাত্রনেতা সাম্য হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও টেকসই ব্যবস্থা নিতে হবে।

৩. শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।

৪. স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে শিক্ষাঙ্গনে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইউট্যাব আরও বলেন, ইউট্যাব বিশ্বাস করে সাম্যর এই আত্মত্যাগ আমাদের সকলের দায়বোধকে জাগ্রত করবে এবং শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও তীব্র করবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়