ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জিটিআই শ্রেণিকক্ষে তিন দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এ কর্মশালার আয়োজনে করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা।
জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে ও অধ্যাপক ড. এ কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাউএক পরিচালক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক অধ্যাপক ড. দীন ইসলাম প্রমুখ।
আরওপড়ুন<<>>রাবি ছাত্রদলের উদ্যাগে ১ টাকায় পান্তা-ইলিশ পরিবেশন
কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে বাকৃবি উপাচার্য বলেন, সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি কর্মকর্তা যেন দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের সেবা নিশ্চিত করেন, সেটিই আমাদের লক্ষ্য। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা হচ্ছেন পরিষেবা প্রদানকারী। আপনাদের হাত ধরেই প্রতিষ্ঠানে সুশাসনের দৃষ্টান্ত স্থাপিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন শাখার ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
আপন দেশ/এমএস
 
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































