ছবি: আপন দেশ
সরবরাহকেন্দ্রিক কোনো জটিলতা না থাকলে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি ও নিত্যপণ্যের মূল্য পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় এবার বাজার আরও স্থিতিশীল থাকবে। উৎপাদন, আমদানি ও ব্যাংকের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এটি মনে করা হচ্ছে।
আরও পড়ুন <<>> ২৪ দিনে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার
তিনি জানান, দেশে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই। বিনিময় হারও স্থিতিশীল। ভোজ্যতেল বাজারে বৈচিত্র্য আনা হয়েছে। প্রায় ৫ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান তেল বাজারে এসেছে। এর ফলে পাইকারি দাম সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে কম রয়েছে।
শেখ বশিরউদ্দীন বলেন, বাজারে প্রতিযোগিতা বাড়লে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। ব্যবসায়ী প্রতিনিধিরা বিশেষ কোনো চ্যালেঞ্জ জানাননি। সরবরাহকেন্দ্রিক জটিলতা না থাকলে রমজানে দাম আরও কমবে।
তিনি বলেন, ঋণভিত্তিক ব্যয় আয় সৃষ্টি করতে পারেনি। এ কারণে টাকার অবমূল্যায়ন ও দীর্ঘমেয়াদি দায় তৈরি হয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পদ্মা রেল সেতু ও পায়রা বন্দরের অযাচিত ব্যয়ের প্রভাব বাজারে পড়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, পদ্মা রেল সেতুর প্রাক্কলিত টোল ছিল ১৪০০ কোটি টাকা, আসছে মাত্র ২৬ কোটি টাকা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































