ছবি: আপন দেশ
চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি দাঁড়াচ্ছে ৩০ হাজার ২৯৩ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা ধরে)।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
চলতি মাসের এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারির ২৫ দিনে প্রবাসী আয় ছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার।
আরও পড়ুন <<>> স্বর্ণ-রুপার আজকের বাজারদর
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় আগের বছরের একই সময়ে ২১.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে মোট আয় হয়েছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ১ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ ডলার।
জানুয়ারি মাসে আসা এ প্রবাসী আয় সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































