Apan Desh | আপন দেশ

তদন্তকাজ গতিশীল করতে দুদকের ১৫ বিশেষ টিম গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৪, ১২ জানুয়ারি ২০২৬

তদন্তকাজ গতিশীল করতে দুদকের ১৫ বিশেষ টিম গঠন

ফাইল ছবি

চলমান অনুসন্ধান কার্যক্রমে গতিশীলতা আনা এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশ্যে ১৫টি বিশেষ টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির একজন উপ-পরিচালককে প্রধান করে গঠিত প্রতিটি টিমের সদস্য সংখ্যা রাখা হয়েছে পাঁচজন। অর্থাৎ ১৫ টিমে মোট ৭৫ জন সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা কাজ করবেন। দুদক সংস্কারের অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (১২ জানুয়ারি) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক নাজমুল হাসানের সই করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন বিভাগের আওতায় চলমান অনুসন্ধান কার্যক্রমে গতিশীলতা আনা এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার জন্য ১৫টি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গঠিত ১৫টি অনুসন্ধান টিম দুদক অনুমোদিত কার্যপরিধি অনুযায়ী কার্য সম্পাদন করবেন। উক্ত অনুসন্ধান টিম ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। 

আরও পড়ুন<<>>২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার প্রার্থিতা বৈধ ছিল না : দুদক চেয়ারম্যান 

১৫টি টিমের প্রধানরা হলেন- উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মশিউর রহমান, মো. আল আমিন, মো. রাউফুল ইসলাম, মো. তাহসিন মুনাবিল হক, মো. নিয়ামুল আহসান গাজী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, মো. মোজাম্মিল হোসাইন, এ কে এম মাহবুবুর রহমান, তানজির হাসিব সরকার এবং উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন।

টিমের কার্যক্রম ও শর্তাবলির বিষয়ে জানা যায়, টিমের সদস্যরা যে উইংয়ের অধীনে গঠিত হয়, তার সঙ্গে সংযুক্ত থাকবেন। টিম লিডারকে টিম সদস্যদের কন্ট্রোলিং অফিসার হিসেবে বিবেচনা করা হবে। সে হিসেবে তিনিই সদস্যদের বার্ষিক এসিআর দেবেন।

প্রতিটি টিমের জন্য টাইপিং দক্ষতা সম্পন্ন একজন কনস্টেবল বা সহায়ক কর্মী থাকবে।

টিম সদস্যদের চলমান তদন্ত ফাইলগুলো নিয়ে আসবেন। সব অনুসন্ধান টিমের কাছে হস্তান্তর করা হবে। চলমান তদন্ত ফাইলগুলোর মধ্যে তুলনামূলকভাবে কম অগ্রাধিকারমূলক অনুসন্ধানগুলো অন্যান্য দুদক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে, যারা এই টিমের অংশ নন।

১৫টি টিমের টিম সদস্যরা চলমান যৌথ টিম ব্যতীত অন্য কোনো টিমের অংশ হবেন না। যদি কেউ এরই মধ্যে কোনো যৌথ টিমের সদস্য হন তাহলে হাই প্রোফাইল কাজের অনুসন্ধানের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেই টিমের সঙ্গেই থাকবেন।

চলমান তদন্তে মহাপরিচালক অথবা পরিচালক তদারককারী হিসেবে থাকবেন। টিমের সদস্যদের পৃথকভাবে কোনো তদন্ত দেয়া হবে না। 

টিমগুলো কমিশনকে হাতে থাকা মামলাগুলো এবং তাদের আপডেট সম্পর্কে পর্যায়ক্রমে অবহিত করবে। প্রতি সপ্তাহে কমিশন সভার পর টিমের কার্যক্রম ব্রিফ করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে দেশবিরোধী শক্তি: মির্জা আব্বাস ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ: আসিফ নজরুল ফরিদপুরে ট্রেন-পিকআপে সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩ ‘নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ’ এলপি গ্যাস আমদানিতে ঋণ নিয়ে সুখবর চুয়াডাঙ্গায় টানা ২ সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী গ্রেফতার বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৪৩ নাটক জমিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা