দুদকের সাবেক কমিশনার জহুরুল হক। ফাইল ছবি
সাবেক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১১ টা থেকে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। মিথ্যা ঘোষণা দিয়ে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরে প্লট নেয়ার অভিযোগ অনুসন্ধানে সাবেক দুদক কমিশনার জহুরুল হক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের ইতিহাসে প্রথমবারের মত কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। এর আগে দুদকের কোনো সাবেক বা বর্তমান কমিশনারকে দুর্নীতি বা অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধানের মুখোমুখি হতে হয়নি।
আরও পড়ুন<<>>দুদকের পরিচালক হলেন সেই নূরুল হুদা !
সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে তদন্তাধীন মামলার আসামির কাছ থেকে ‘আর্থিক সুবিধা’ গ্রহণ করেছেন। এছাড়া ‘জাল জালিয়াতির’ মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ নেয়া, বড় দুটি টেলিকম অপারেটরের কাছ থেকে ‘শত শত কোটি টাকা ঘুষ’ নিয়ে সে অর্থ ‘বিদেশে পাচার করে’ বিভিন্ন দেশে একাধিক বাড়ি নির্মাণসহ ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে জহুরুলের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
সাবেক জেলা ও দায়রা জজ জহুরুল হক বিডিআর হত্যা মামলার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি অবসরে যান। আওয়ামী লীগ সরকার তাকে বিটিআরসির কমিশনার এবং পরে চেয়ারম্যান করে।
২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) যোগ দেন জহুরুল হক। ক্ষমতার পালাবদলের পর গত ৩০ অক্টোবর তিনি পদত্যাগ করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































