Apan Desh | আপন দেশ

সিলেট সিটিতে কাউন্সিলর হলেন যারা

সিলেট ব্যুরো

প্রকাশিত: ১২:২৯, ২২ জুন ২০২৩

আপডেট: ১২:২৯, ২২ জুন ২০২৩

সিলেট সিটিতে কাউন্সিলর হলেন যারা

ফাইল ছবি

অনুষ্ঠিত হলো সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন। এবার সিসিকের ৪২টি ওয়ার্ডে নির্বাচন হয়। বুধবার (২১ জুন) রাতে নগরের মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এই ফলাফল ঘোষণা করা হয়।

রাতে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের ৪২ জন নবনির্বাচিত কাউন্সিলরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

কাউন্সিলর পদে বিজয়ী হলেন- ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে এ কে এ লায়েক,৪ নম্বর ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল, ৫ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন শামীম, ৭ নম্বর ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ, ৯ নম্বর ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান,  ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন তাজ, ১১ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু,  ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নজরুল ইসলাম মুমিন, ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডে এবি এম জিল্লুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডে এস এম শওকত আমীন তৌহিদ এবং ২০ নম্বর ওয়ার্ডে আজাদুর রহমান।

এ ছাড়া ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুল রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী, ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮ নম্বর ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল, ৩০ নম্বর ওয়ার্ডে রকিব খান, ৩১ নম্বর ওয়ার্ডে নজমুল হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন নাদিম, ৩৪ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭ নম্বর ওয়ার্ডে রিয়াজ মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে লিটন আহমদ, ৪১ নম্বর ওয়ার্ডে ফখরুল আলম এবং ৪২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট সিটি করপোরেশনের ১৯০টি কেন্দ্রের এক হাজার ৩৬৭টি বুথে ইভিএমে ভোটগ্রহণ হয়।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও তাদের সঙ্গী দলগুলো সিটি নির্বাচন বর্জন করছে। বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন সিলেটের নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়