ছবি: আপন দেশ
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানটি বোয়ালমারী উপজেলার সোতাশী বাজার এলাকার রেলক্রসিং পার হচ্ছিল। ঠিক তখনই একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়।
আরও পড়ুন<<>>লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার
আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়রা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকি পাঁচজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































