Apan Desh | আপন দেশ

জামাত নেতা আজাদের মনোনয়ন বাতিল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ৩ জানুয়ারি ২০২৬

জামাত নেতা আজাদের মনোনয়ন বাতিল

হামিদুর রহমান আজাদ। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনে জামায়াতের প্রার্থী এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো আব্দুল মান্নান যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন। 

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি জানান, একটি মামলার (যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননা) যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিনি জানান ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যার মধ্যে গোলাম মাওলা নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), জিয়াউল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এ আসনে নির্বাচিত হয়েছিলেন। 

আপন দেশ /এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়