ছবি: আপন দেশ
‘বাবা-মায়ের সিদ্ধান্তে গড়ে সন্তানের ভবিষ্যৎ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ দিনের অভিভাবক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে শিক্ষাদীক্ষা অ্যাকাডেমি, টাঙ্গাইল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ফিরোজ আদনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অব.) মোহাম্মদ সাকিয়ে কাওসার (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মাজহার,সাধারণ সম্পাদক ও আনাহোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ, ভালুককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া শারমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শিক্ষাদীক্ষা অ্যাকাডেমির ডিরেক্টর মেজর (অব.) জুবায়ের হোসাইন (পিএসসি), অ্যাকাডেমিক অ্যাডভাইজার এস এম ফরিদ, ডিরেক্টর মো. শফিক নেওয়াজ শুভ, ডিরেক্টর (মার্কেটিং) আঞ্জুমান আরা লাবনী প্রমুখ।
সেমিনারে বক্তারা বর্তমান পৃথিবীর নতুন বাস্তবতায় সন্তানের ক্যারিয়ার গঠনে অভিভাবকদের ক্যারিয়ার স্থপতি হিসেবে যে পরিচয় তার বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেন।
এরই ধারাবাহিকতায় শিক্ষাদীক্ষা একাডেমি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষিত হলেই হবে না একজন শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি নৈতিকতাও শিখতে হবে।
বক্তরা আরও বলেন, আশা করছি, শিক্ষাদীক্ষা অ্যাকাডেমি ভবিষ্যতে বাংলাদেশকে কিছু সত্যিকারের মানুষ উপহার দেবে।
এসময় শিক্ষাদীক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































