Apan Desh | আপন দেশ

ফেরি থেকে নদীতে পড়ল ৫ যানবাহন, নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০১, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৩১, ২১ ডিসেম্বর ২০২৫

ফেরি থেকে নদীতে পড়ল ৫ যানবাহন, নিহত ৩

ছবি : আপন দেশ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তবে বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর দু’জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। 

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) এবং ভ্যানচালক স্বাধীন (২৫)। মাসুদ রানা নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে। তিনি প্রায় এক মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন। পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে তিনি নারায়ণগঞ্জ শহরে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে। এ সময় হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায় এবং সামনের দিকে যেতে থাকে। এ সময় সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা লোকজনও নদীতে তলিয়ে যায়।

আরও পড়ুন<<>>ভোলার ঢালচরে লঞ্চঘাট: খুলল যাতায়াতের পথ 

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে ডুবুরিরা দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে মাসুদ রানা ও ভ্যানচালক স্বাধীনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে দেখা যায়, মাসুদের মরদেহটি ফেরির প্রপেলারের সঙ্গে আটকে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে যায় ট্রাকসহ কয়েকটি যানবাহন। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়