Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি-রেমিট্যান্স পুরস্কার প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১৮ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি-রেমিট্যান্স পুরস্কার প্রদান

ছবি: আপন দেশ

কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং সর্বোচ্চ রেমিট্যান্স দাতাদের সম্মাননা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি ও বেলুন উড়িয়ে ‘জব ফেয়ার’ বা কর্মসংস্থান মেলার উদ্বোধন করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’।

আরও পড়ুন>>>তারেক রহমানের প্রত্যাবর্তনে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। কিশোরগঞ্জ টিটিসি-র অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার ও আর্থিক সহায়তা তুলে দেন- মেধাবী সন্তান: ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ভালো ফল করায় তিনজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। প্রতিবন্ধী ভাতা: একজন প্রবাসীর প্রতিবন্ধী সন্তানকে ভাতার চেক প্রদান করা হয়। রেমিট্যান্স সম্মাননা: সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য মো. মাহমুদুল হক পিয়াস ও তাহমিনা বেগমের পরিবারকে সম্মাননা দেয়া হয়। সেরা ব্যাংক: সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা মেলায় অংশ নেয়া ১২টি স্টল ঘুরে দেখেন। তিনি বিদেশ গমনেচ্ছুদের দক্ষ হয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী ও সাধারণ মানুষ এ আয়োজনে অংশ নেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়