Apan Desh | আপন দেশ

ক্ষুদে ফুটবলার জিসানকে তারেক রহমানের উপহার

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ক্ষুদে ফুটবলার জিসানকে তারেক রহমানের উপহার

ছবি: আপন দেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ক্ষুদে ফুটবলার শফিকুল ইসলাম জিসানের বাড়িতে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের পরিবারের কাছে তারেক রহমানের উপহার ক্রীড়াসামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করেন দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তারেক রহমানের উপহার ও ভবিষ্যৎ ফুটবলার হওয়ার দায়িত্ব নেয়ার ঘোষণায় উচ্ছাস প্রকাশ করে জিসান। নিজের স্বপ্নের কথা জানিয়ে সে জানায়, একদিন আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই এবং দেশের মুখ উজ্জ্বল করতে চাই।

জিসান আরও বলেন, আমি ওনার (তারেক রহমান) প্রতি কৃতজ্ঞ। তিনি আমার স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন। আমি সকলের কাছে দোয়া চাই।

আরওপড়ুন<<>>টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

জিসান চরঝাকালিয়া মডেল সরকারি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের অটোরিকশা চালক জজ মিয়ার ছেলে।

এ সময় আমিনুল হক বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য জিসান, সোহান, রিয়াদ কিংবা দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের আছে। এসব খেলোয়ারদের আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে এ খেলোয়াড়দের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় খেলাধুলাকে দল-মত নির্বিশেষে ছড়িয়ে দিতে কাজ করছে। সরকারে না থেকেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও তরুণ প্রতিভা অন্বেষণে কাজ করছে দলটি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত থেকে জিসানের পরিবারকে অভিনন্দন জানান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়