Apan Desh | আপন দেশ

ছাত্রদল-বিএনপি নেতাকর্মীদে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ৭ ডিসেম্বর ২০২৫

ছাত্রদল-বিএনপি নেতাকর্মীদে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

ছবি: আপন দেশ

স্থানীয়দের চাঁদাবাজির কারণে মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ বিলম্ব হয়েছে- এমন বক্তব্য দেয়ায় ছাত্রদল-বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তোপের মুখে পড়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।

রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু উদ্বোধনের জন্য পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মীরগঞ্জে আসেন দুজন উপদেষ্টা। তার আগে সেখানে যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অনুষ্ঠানস্থলে পৌঁছার আগে তিনি সাংবাদিকদের সেতু নিয়ে বক্তব্য দেন। বক্তব্যে স্থানীয়দের দায়ী করে বক্তব্য দেন। তিনি স্থানীয়দের চাঁদাবাজও বলেন। এ খবর ছড়িয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য নিয়ে জানতে চান ও ফুয়াদের বিরুদ্ধে মিছিল করেন। মিছিল সহকারে ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। 

আরও পড়ুন>>>শিক্ষাভবন মোড়ে মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

এ সময়ে ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’, ‘ফুয়াদ তুই ভুয়া’ ইত্যাদি স্লোগান দেন।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের ‘চাঁদাবাজ’ বলে অপপ্রচার করেছেন ও চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন- এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অশোভনীয়। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে ছাত্রদল-বিএনপিকে জড়ানো ঠিক হবে না। অন্য সব দলের নেতাকর্মীরা সেখানে ছিলেন। জনতা তাকে রুখে দিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়