Apan Desh | আপন দেশ

ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৬ ডিসেম্বর ২০২৫

ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে মধ্য চরনোয়াবদ এলাকার আবদুল কাদের কালুমিয়ার বাড়ির উঠানে মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আয়শা বেগম। এতে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ সিনিয়র নেতৃবৃন্দ। 

আরও পড়ুন<<>>ভেদুরিয়া ইউনিয়নে গরু চুরি আতঙ্ক

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। এসময় নেতারা তার রোগমুক্তি, আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সদর উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব জাকির হোসেন সবুজ, পৌর যুবদলের সদস্যসচিব ছগির আহমেদ, আলাউদ্দিন, মিজানুর রহমান নিজাম, মুসফিকুর রহমান রিঙ্কুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়