Apan Desh | আপন দেশ

ভেদুরিয়া ইউনিয়নে গরু চুরি আতঙ্ক

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫৬, ৩ ডিসেম্বর ২০২৫

ভেদুরিয়া ইউনিয়নে গরু চুরি আতঙ্ক

ছবি: আপন দেশ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও পার্শ্ববর্তী চুটকিমারা এলাকায় গরু চুরির লাগাতার ঘটনার কারণে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরচক্রের দৌরাত্ম্য চললেও তাদের থামাতে না পারায় ক্ষোভ বেড়ে উঠেছে গ্রামবাসীর মধ্যে।

স্থানীয়রা জানান, চুটকিমারা এলাকায় প্রায়ই গরু চুরি হয়। তবে চোরেরা সংগঠিত হওয়ায় প্রত্যেকবারই তারা পালিয়ে যায়। এক তারিখ দিবাগত রাতে আদর্শ গ্রাম থেকে গরু নিয়ে যাওয়ার সময় সবুজ নামে এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে গ্রামবাসী। ধাওয়া খেয়ে সে গরুটি ফেলে রেখে পালিয়ে যায়। পালানোর মুহূর্তে এলাকাবাসী তাকে শনাক্ত করেন বলেও দাবি করেন তারা।

ঘটনার পরদিন চুটকিমারা ও আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবি—গরু চুরির সঙ্গে জড়িত চক্রকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। নইলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরও পড়ুন<<>>চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

আদর্শ গ্রামের বাসিন্দা সিয়াম জানান, গরু চুরির খবর শুনে লোকজন দৌড়ে গেলে সবুজ আমার গাড়ি ঘুরিয়ে দিতে বলে। সে গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যায়। পরে জানতে পারি গরুটি সে-ই নিয়ে যাচ্ছিল।

এলাকাবাসী বলেন, বছরের পর বছর ধরে একই চক্র এ এলাকায় সক্রিয়। দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের প্রাণবাঁচানোই কঠিন হয়ে উঠবে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়