Apan Desh | আপন দেশ

সালমান শাহর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ২১ নভেম্বর ২০২৫

সালমান শাহর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জে বাংলার চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ্ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভক্তরা। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সালমান স্মৃতি সংসদ আয়োজিত ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফুর ইসলাম টিটু, চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, মমিনুল ইসলাম, ইতি আক্তার ও বিথী আক্তার সহ সালমান ভক্তরা। 

মানববন্ধনে ভক্তরা বলেন, বাংলার চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ্ হত্যার দীর্ঘদিন কয়েক বছর হলেও এখনো হত্যার রহস্য এবং হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হয়নি। দ্রুত হত্যাকারী স্ত্রী সামিরা ও ডনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়