Apan Desh | আপন দেশ

স্ত্রীকে হত্যার পর গলাকেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৯, ১৫ নভেম্বর ২০২৫

স্ত্রীকে হত্যার পর গলাকেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর

ছবি : আপন দেশ

কোনো এক বিষযয়ে মতবিরোধের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি আবাসিক ভবনে। শনিবার (১৫ নভেম্বর) সকালে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা স্বামীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। আহত পুরুষের নাম এমরান হোসেন (৪০)। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী। অপরদিকে নিহত তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)।

আরও পড়ুন<<>>চট্টগ্রামে এক রাতেই ৩ খুন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এমরান ও রহিমা তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ি নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার ৫তলায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে কোনো এক বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়৷ তারই জেরে এমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে। পরে নিজেও ওই দা নিয়ে নিজের গলা কেটে ফেলে৷ এ ঘটনা তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন দেখেছেন বলে জানান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে।

কোনাবাড়ি থানার ওসি সালাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর আমরা তল্লাশি চালালে স্বামী এমরান হোসেনের পালস পাওয়া যায়। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদ চলছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়