ছবি: আপন দেশ
টাঙ্গাইলে র্যাবের অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের এলেঙ্গায় র্যাবের এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো- নীলফামারী জেলার সদর উপজেলার মোঃ ময়নুল হক (৩৭), লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মোঃ সাইফুল ইসলাম (২৫), এবং একই এলাকার মোঃ রহিম বাদশা ওরফে আব্দুর রহিম (২৮)।র্যাবের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের কাছে গোপন সংবাদ আসে কতিপয় মাদক কারবারীরা লালমনিরহাট জেলার কালিগঞ্জ থেকে যাত্রীবাহী বাস যোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকার জামগড়া এলাকায় পৌছিয়ে দিতে রওনা হয়। যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল এর দিকে আসছে।
এ সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যামম্পের আভিযানিক দল মঙ্গলবার ভোরে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে চেকপোষ্ট স্থাপন করে। সিগনাল দিয়ে বাসটি থামায়। পরে বাসটি তল্লাশী করে ১০ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্যের অবৈধ বাজার মূল্য তিন লক্ষ পনের হাজার টাকা। এসময় তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ আট হাজার আটশ’ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মামলা করতে আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































