Apan Desh | আপন দেশ

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ২৮ অক্টোবর ২০২৫

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’

বিশাল মিয়া

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’- এমন একটি স্ট্যাটাস ফেসবুকে দেয়ার কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করেছে বিশাল মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌর এলাকার সিমলা বাজার সুমন ফার্মেসিতে এ ঘটনা ঘটে। পরে বিশাল মিয়ার ঝুলন্ত মরদেহ নিহতের পরিবার ইস্পাহানি মহল্লা নিয়ে যাওয়ার পর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত বিশাল মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেরামজানি গ্রামের ভ্যানচালক সাগর মিয়ার ছেলে। পরিবারসহ সে সরিষাবাড়ী পৌর এলাকার ইস্পাহানিতে বসবাস করছিল। বিশাল সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় শিমলা বাজারের সুমন ফার্মেসিতে কর্মরত ছিল। মালিকপক্ষ তাকে নামাজের সময় দিতে চাইতেন না-এমন অভিযোগ ছিল বিশাল মিয়ার।

নিহতের বাবা সাগর মিয়া জানান,  নতুন মোবাইল ফোন না দেয়ায় মান-অভিমানে তার ছেলে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় সে তার কর্মস্থল ফার্মেসিতেই গলায় ফাঁস দেয় বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৮ অক্টোবর) জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার অকাল এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধুবান্ধব ও শিমলা বাজারের ব্যবসায়ীরা বিশালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়