Apan Desh | আপন দেশ

আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক, অতঃপর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:১৪, ১১ অক্টোবর ২০২৫

আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক, অতঃপর মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কের পর এক তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। এ ঘটনায় তরুণীর প্রেমিকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই তরুণীকে টাংগাইল কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনার সঙ্গে জড়িত ওই প্রেমিকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমে আতিকুর রহমান (২৩)।

আরও পড়ুন>>>‘পাশের দেশে পালানো ব্যক্তিকে ফেরাতে গভীর চক্রান্ত চলছে’

গ্রেফতার যুবকদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোহন ও ভিকটিম দুজনেই আশুলিয়ায় থাকতেন। তাদের তিন বছরের প্রেম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তারা দুজন চন্দ্রার মান্নান প্লাজায় আবাসিক হোটেলে যান। এরপর একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

রাতেও তারা একটি ফার্মেসিতে যান। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে সকালে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিস্থিতি খারাপ দেখে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা পাঠানো হয়। তবে রাস্তায় মেয়েটি মারা যায়।

পরবর্তীতে অ্যাম্বুলেন্স চালক বিষয়ে বুঝতে পরে কৌশলে গাড়ি ঘুরিয়ে আসামিদেরসহ ভিকটিমকে টাঙ্গাইল মির্জাপুর থানায় নিয়া যায়।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রয়েছে। তাদের দুজনের তিন বছরের প্রেম ছিল। বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে গিয়ে রাত্রিযাপন করে। রাতে শারীরিক সম্পর্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়