
ছবি: আপন দেশ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জোবায়দুর রহমান বলেছেন, এস আলম হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ইসলামী ব্যাংককে গোছানোর চেষ্টা করছি। ভালো সেবার মাধ্যমে রেভিনিউ বৃদ্ধি পেলে স্টকহোল্ডারদেরও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। ইসলামী ব্যাংক আগের থেকে এখন অনেক ভালো অবস্থানে আছে। সকলের সহযোগিতা পেলে ভালো কিছু উপহার দিতে পারব।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসার্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এ সভার আয়োজন করে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেটের শেয়ার হোল্ডারগণ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল জলিল সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফের সদস্য প্রফেসর ড. এম মাসুদ রহমান, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের পরিচালক শেখ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, বর্তমান পরিচালক মাহবুবুল আলম, সাবেক পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও শেয়ারহোল্ডার ডা. আবুল কালাম বাবলা, আব্দুল খালেক, প্রফেসর আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন পর্যায়ের শেয়ারহোল্ডারগন। এসময় হাসপাতালের সকল পর্যায়ের শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান।
এর আগে বেলা ১১ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের কনসালটেন্ট চত্বরে হাসপাতালে কর্মরত স্টাফদের সঙ্গে মতবিনিয় সভা হয়। দুপুর ২ টায় সাতক্ষীরার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ অতিথিদের সঙ্গে সভায় মিলিত হন চেয়ারম্যান। ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।