Apan Desh | আপন দেশ

‘দেশের উন্নয়নের জন্য ‘ধানের শীষ’কে জয়ী করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ৫ অক্টোবর ২০২৫

‘দেশের উন্নয়নের জন্য ‘ধানের শীষ’কে জয়ী করতে হবে’

ছবি: আপন দেশ

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি শ্রমিক দলের সমন্বয়কারীও। তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। রাষ্ট্রের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে। এ জয়ের জন্য তিনি শ্রমিক সমাজের সহযোগিতা চেয়েছেন।

রোববার (০৫ অক্টোবর) পাবনা ট্রাক ও বাস টার্মিনাল মাঠে এক কর্মী সভা এসব কথা বলেন তিনি। 

শিমুল বিশ্বাস বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন শ্রমিকদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয় না। কারণ, বিএনপি শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল। রাষ্ট্রে শ্রমিকের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময়ই শ্রমিকদের মূল্যায়ন করে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য একটি চ্যালেঞ্জ। বিগত আওয়ামী লীগ সরকার সারাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেড় দশক জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের প্রথম কাজ হবে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা। আর মেধাবীরা যে দলেরই হোক তাদেরকে স্ব স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যাবো ইনশাল্লাহ। 

আরও পড়ুন>>>একীভূত হচ্ছে না এনসিপি-গণঅধিকার পরিষদ

জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় বিশাল এ কর্মী জমায়েতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেল শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিবসহ উপজেলা ও পৌর কমিটির বিএনপি নেতা নজরুল ইসলাম, ভাষা প্রামাণিক, ছবি মন্ডল, আব্দুল মান্নান, টিটু, মাসুদ, সেলিম, মুন্তাজ আলী, আল আমিন, কামরুল হাসান, আনিসুর রহমান, সুলতান হোসেন, শাহিনা আক্তার, শামিমা সাথী প্রমুখ।  

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, নূর মোহাম্মদ মাসুম বগা, ট্রাক ট্যাংকলডী শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি শহিদুল্লাহ শেখ।

এসময় শ্রমিক নেতারা অঙ্গীকার করে বলেন, বাংলাদেশকে প্রগতি ও গণতান্ত্রিক ধারায় পরিচালনার জন্য শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শ্রমিক দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাগ্যহত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের ভাগ্য বদলের জন্য লড়াই সংগ্রামের অঙ্গীকার করেন। বিএনপির মনোনয়ন প্রাপ্ত দলীয় সকল প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক দলের প্রতিটি নেতা কর্মী মাঠে ময়দানে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান