Apan Desh | আপন দেশ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৪, ৫ অক্টোবর ২০২৫

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি : আপন দেশ

গাজীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়ে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন। শনিবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং একই থানাধীন শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) মেট্রো সদর থানার ওসি মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন। তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি মেহেদী হাসান বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন<<>>জালে আটকা পড়ল বৃদ্ধের মরদেহ

তিনি বলেন, রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন জন গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়