Apan Desh | আপন দেশ

সন্তান হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে মা!

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০৮, ৩ অক্টোবর ২০২৫

সন্তান হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে মা!

ছবি: আপন দেশ

বরগুনার তালতলী উপজেলায় তিন বছরের সন্তানকে নদীতে ফেলে হত্যার অভিযোগে তার মায়ের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তবে ঘটনার পর থেকেই মারজিয়া (২১) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মারজিয়ার বাবা মনির খোন্দকার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শিশুটির পরিবারের অভিযোগ, লাশ উদ্ধারের পর মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া আশ্রয়ণ প্রকল্পে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে বড় অংকুজানপাড়া গ্রামের শানু হাওলাদারের ছেলে শাহিনের সঙ্গে ছোটবগী ইউনিয়নের পি. কে এলাকার মনির খোন্দকারের মেয়ে মারজিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান শাহাদাত হোসেন। স্বজনদের দাবি, মারজিয়া আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ায় সংসারে প্রায়ই কলহ হতো। সবশেষ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।

আরওপড়ুন<<>>তারেক রহমানকে নিয়ে জামায়াত নেতার পোষ্ট, মারামারিতে আহত-২০

শিশুর বাবা শাহিন বলেন, সোমবার রাতে মারজিয়া সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরদিন নদীতে ভেসে ওঠা লাশ দেখে বুঝতে পারি এটা আমার ছেলে শাহাদাত। মারজিয়া দীর্ঘদিন পরকীয়ায় জড়িয়ে ছিল। প্রতিবাদ করলেই বাড়ি থেকে চলে যেত। এবার ঘর থেকে বের হয়ে সন্তানকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। আমি থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ পাইনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের অবহেলার কারণে এ ঘটনায় মামলা হয়নি। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

তালতলী থানার এসআই মোস্তফা কামাল বলেন, মারজিয়ার বাবা ঘটনাস্থলে থাকেন না। তবুও মেয়ে নিখোঁজের ঘটনায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান জানার চেষ্টা চলছে। অপরাধ করলে শাস্তি দেওয়ার অধিকার কেবল রাষ্ট্র ও আদালতেরঅপরাধ করলে শাস্তি দেওয়ার অধিকার কেবল রাষ্ট্র ও আদালতের।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, শিশুর মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা এবং শিশুর মা নিখোঁজ থাকায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা