
সংঘর্ষের সময় আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
জামায়াত নেতা ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামের এ ঘটনার সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকালের ঘটনা এটি।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসীম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করে। আজ শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
আরও পড়ুন<<>> ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: ব্যারিস্টার পার্থ
এদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলেট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট করেন। এরপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওই সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াসের ওপর হামলা করে। হামলায় জামায়াতের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়।
মাওলানা ইলিয়াস হোসেন জানান, তার ব্যক্তিগত ফেসবুক থেকে একটি ছবি অসাবধানবশত শেয়ার হয়েছে। বিষয়টি কয়েকজন জানানোর পর ডিলেট করে দিয়েছেন তিনি। পরে এ ঘটনা ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই এ হামলার ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।