
ছবি: আপন দেশ
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ’র একজন কৃতি ক্রীড়াবিদ বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণ। জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক।
মো. আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মো. সোলায়মান হোসেনের ছেলে। সে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী।
২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক ও ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস এর চ্যাম্পিয়ন হয়ে ১ টি স্বর্ণপদক লাভ করেন।
আরওপড়ুন<<>>‘রাজনৈতিক সংকট নিরসনে পিআর পদ্ধতির বিকল্প নেই’
স্মরণের জীবনের এসব গৌরবময় অর্জনের জন্য তাকে ২০২০ সালে জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত করা হয়।
সম্প্রতি মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস-এ অংশ গ্রহণের টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক স্মরণকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শরীফা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী মো. আব্দুল কাদের স্মরণ। এ সময় জেলা প্রশাসক শরীফা হক স্মরণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।