Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ৩১ দফা নিয়ে মহিলা দলের উঠান বৈঠক

 টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:০৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে ৩১ দফা নিয়ে মহিলা দলের উঠান বৈঠক

ছবি: আপন দেশ

টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে ৩টি ওয়ার্ডের মহিলা দলের আয়োজনে এ নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরওপড়ুন<<>>‘আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপন হয়, আমি রাজি’

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। তিনি নিপীড়িত নারী ও শিশু বিষয়ে টাঙ্গাইল জেলার সমন্বয়কারী হিসেবেও কাজ করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহিলা দল নেত্রী রহিমা বেগম, শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, হাওয়া বেগম, এলি আক্তার, কোহিনুর বেগম, খাদিজা আক্তার ইমু, আশা আক্তার প্রমুখ।

বৈঠক শেষে পাড়া-মহল্লায় গিয়ে গিয়ে টুকুর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেত্রীরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়