Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলায় বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪১, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৪৩, ৩১ আগস্ট ২০২৫

শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলায় বিএনপি নেতা বহিষ্কার

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলেছেন বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে পোস্ট দেয়ার পর উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>>>ফের শিক্ষাঙ্গনে উত্তেজনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।

কুসুম বড়ুয়া ফেসবুক এক পোস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে। চবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে হামলার ইন্ধন দেয়ার অভিযোগও উঠেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়