Apan Desh | আপন দেশ

বাকৃবিতে বিএএস-ইউএসডিএ’র গবেষণা কর্মশালা 

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৭, ২৪ আগস্ট ২০২৫

বাকৃবিতে বিএএস-ইউএসডিএ’র গবেষণা কর্মশালা 

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণা সহায়তা কর্মসূচির ষষ্ঠ পর্যায়ের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স (বিএএস) এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) -এর যৌথ অর্থায়নে পরিচালিত হয় এ কর্মশালা।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের ফেলো ও সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খান এবং বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।

বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের ফেলো মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. এএসএম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ জোহরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জাভেদুল হক ভূঁঞা। এছাড়া বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ কর্মশালায় সংশ্লিষ্ট গবেষক, নীতিনির্ধারক,অংশীদারদের একত্রীকরণের মাধ্যমে কাজের পরিকল্পনা, দায়িত্ব বন্টন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বাকৃবির যেসব শিক্ষক-গবেষক এখানে সম্পৃক্ত রয়েছেন, তাদের বিজ্ঞানের প্রতি নেশা ও অনুসন্ধিৎসু মন সমাজ তথা দেশের কল্যাণে ব্যয় হবে এমনটাই প্রত্যাশিত। বাকৃবির গবেষকরা ভবিষ্যতে যেন আরও বেশি বিএএস-ইউএসডিএ সংশ্লিষ্ট প্রকল্প পেতে পারেন, সেজন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, কৃষি ও বিজ্ঞান খাতের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষকরা অংশগ্রহণ করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়