Apan Desh | আপন দেশ

ইবির সাবেক প্রক্টরের বিচার দাবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ২৪ আগস্ট ২০২৫

ইবির সাবেক প্রক্টরের বিচার দাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহববুর রহমানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আওয়ামী শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক, বিরোধী মতের ওপর দমন-পীড়ন এবং শিক্ষার্থীদের হয়রানির মূলহোতা এ প্রক্টরের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা।

রোববার (২৪ আগস্ট) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ; আওয়ামীলীগের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না; মাহবুবের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না; মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গী; প্রক্টর মাহবুবের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; মাহবুবের বহিষ্কার, করতে হবে করতে হবে ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>ইকসু গঠনে ঐক্যমত্য ইবির সব ছাত্র সংগঠন

শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, আওয়ামী শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে। তৎকালীন প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিয়েছে। নিজের স্বার্থে এহন কোনো কাজ নেই যা তারা করতে পারে না। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যদি সামর্থ্য থাকে, তাহলে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। নইলে আপনারা চলে যান। সন্ত্রাসী মাহবুবের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনিরাপদ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইকসু চালু করুন। শিক্ষার্থীদের দাবি, ইকসু আন্দোলন করলে দিবেন নাকি ঠান্ডা মাথায় দিবেন সে সিদ্ধান্ত আপনাদের। আমার ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তের কাজ দ্রুত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। ক্যাম্পাস ডিজিটালাইজড করুন, সব প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা করুন, শতভাগ আবাসিকতা নিশ্চিত করে মেধার ভিত্তিতে আসন নিশ্চিত করুন। প্রক্টর মাহবুবকে অতিদ্রুত বহিষ্কার করুন, চেয়ারের জন্য শিক্ষার্থীদের নিপিড়ীন করবে এমন শিক্ষকদের খুঁজে বের করুন, নইলে আমরাই এদের খুঁজে বের করব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়