
সংগৃহীত ছবি
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবন 'ফিরোজা'য় গিয়েছিলেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে ইসহাক দার ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। এ সাক্ষাতের আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনও সেখানে যান।
আরও পড়ুন>>>একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই তার বাসায় এসেছিলেন।
গতকাল, শনিবার (২৩ আগস্ট) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।