
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে ২৫ ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২৪ ব্যাচ।
বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে দুই দলের মধ্যকার ফাইনাল খেলা শুরু হয়।
খেলায় ২৪ ব্যাচের দেলোয়ার ১টি এবং আল আমিন ১টি গোল করেন। দুইটি গোলেই অ্যাসিস্ট করেন দলের ক্যাপ্টেন বিজয়। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন দেলোয়ার। বেস্ট গোলকিপার নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।
আরও পড়ুন>>>নেতৃত্ব সংকট, রাকসুতে ‘অবস্থানহীন’ ছাত্রদল
টুর্নামেন্টে ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন সাইফ আনাম। বেস্ট অর্গানাইজার নির্বাচিত হয়েছেন জেমস হেমব্রম। টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন ট্রাইকন প্রপার্টিজ। টুর্নামেন্টের আয়োজক হিসেবে ছিলেন ২৪ ব্যাচের শিক্ষার্থীরা।
এসময় বিভাগের চেয়ারম্যান কাজী রবিউল আলম, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।