Apan Desh | আপন দেশ

জামায়াত আমীরের সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:২০, ২৪ আগস্ট ২০২৫

জামায়াত আমীরের সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ছবি: আপন দেশ

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসায় যান। সেখানে তাকে স্বাগত জানান জামায়াতের জ্যেষ্ঠ নেতারা। সম্প্রতি হৃদরোগের সার্জারির পর সুস্থ হয়ে উঠছেন ডা. শফিকুর রহমান।

সাক্ষাৎকালে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াত আমীরের সঙ্গে কুশল বিনিময় করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন। জামায়াত আমীর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন>>>‘একাত্তর ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স স্ট্যাটাসে জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী পাকিস্তান ও তার নিজের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান। তিনি আমিরের রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক কল্যাণে আজীবন ইতিবাচক অবদানের প্রশংসা করেন।

সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের জানান, দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এ সময় ইসহাক দারের সঙ্গে ছিলেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাঙ্গল প্রমুখ।  

জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়