Apan Desh | আপন দেশ

আবু সাঈদকে গুলি করা সেই পুলিশ বিএসএফের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫০, ২৪ আগস্ট ২০২৫

আবু সাঈদকে গুলি করা সেই পুলিশ বিএসএফের হাতে আটক

সংগৃহীত ছবি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুজ্জামান আরিফকে ভারতে আটক করা হয়েছে। জুলাই মাসের আন্দোলনে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তিনি অভিযুক্ত।

সাতক্ষীরা সীমান্তের কাকডাঙ্গা ক্যাম্পের বিজিবি সুবেদার কামরুজ্জামান জানান, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আরিফুজ্জামান বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে। তার পরিচয়পত্র দেখে জানা যায়, তিনি একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা। বর্তমানে তাকে ভারতের স্বরূপনগর থানায় রাখা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, আরিফুজ্জামান নীলফামারীর বাসিন্দা। গত বছর ৫ আগস্টের পর তাকে রংপুর থেকে ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএনে বদলি করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গত বছর ১৪ আগস্ট বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন>>>‘একাত্তর ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা’

পুলিশের একটি সূত্র জানায়, আরিফুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা মামলার একজন অভিযুক্ত। এ মামলায় মোট ৩০ জনকে অভিযুক্ত করে চার্জ গঠনের পর সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলার ৬ জন আসামি বর্তমানে গ্রেফতার আছেন।

প্রসঙ্গত, গত বছর ১৪ আগস্ট বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মো. আরিফুজ্জামানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। ওই মামলায় ৩০ জনকে অভিযুক্ত করে চার্জ গঠনের পর সাক্ষ্য গ্রহণ চলছে। এর মধ্যে ৬ জন গ্রেফতার আছেন। এ ছাড়াও আরিফুজ্জামান রংপুর মহানগর তাজহাট থানায় শহীদ আবু সাঈদ হত্যা মামলার (নং-০৩, তারিখ-১৯-০৮-২৪)-এর ৪ নম্বর আসামি; কোতোয়ালি থানায় কলা ব্যবসায়ী শহীদ মেরাজুল ইসলাম হত্যা মামলার (নং-১২, তারিখ-১৯-০৮-২৪)-এর ২১ নম্বর আসামি; একই থানায় সবজি ব্যবসায়ী শহীদ সাজ্জাদ হোসেন হত্যা মামলার (নং-১৪, তারিখ-২১-০৮-২৪)-এর ১৬ নম্বর আসামি। এছাড়াও কোতোয়ালি থানায় কলেজ শিক্ষার্থী জিম হত্যা চেষ্টা মামলার (নং-২৯, তারিখ-৩১-০৮-২৪)-এর ৫ নম্বর ও পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম সিদ্দিকী হত্যা চেষ্টা মামলার (নং-২৪, তারিখ-২০-১১-২৪)-এর ২ নম্বর আসামি তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়