Apan Desh | আপন দেশ

‘পিআর পদ্ধতি হচ্ছে- ভোট দিবেন সন্দ্বীপে, প্রার্থীরা থাকবে মালদ্বীপে’

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৩৪, ২৩ আগস্ট ২০২৫

‘পিআর পদ্ধতি হচ্ছে- ভোট দিবেন সন্দ্বীপে, প্রার্থীরা থাকবে মালদ্বীপে’

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এ সরকার যদিও দেরি করেছে। কিন্তু দেশে একটা নির্বাচন হবে, সে ঘোষণ দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা নিয়ে এখন নানা রকম কথা হচ্ছে। একটা নতুন আবিষ্কার হয়েছে। তা কি? পিআর পদ্ধতি।

তিনি বলেন, আমি ফেসবুকে দেখলাম একজন আরেকজনকে জিজ্ঞাস করছেন, ভাই পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি হচ্ছে- ভোট দিবেন সন্দ্বীপে, আর প্রার্থীরা থাকবে মালদ্বীপে, এটার নাম পিআর পদ্ধতি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়ায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যারা ভোট করে, ভোট দেয়। তারা তাদের প্রার্থীকে দেখতে চায়। যে লোকটাকে আমি এমপি বানাব, তার কাছে আমি আসতে পারব কিনা, তার ঠিকানা ঠিকমতো আছে কি না। এসব দেখে ভোট দেয়। যেটা ১৯৩৭ সালে চালু হয়েছে। এখনও চালু আছে। এটা নিয়ে কোনো ল্যাবরোটারিতে গবেষণা করার জিনিস না। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে। সে ব্যক্তিকে চিনতে হবে।

আরওপড়ুন<<>>‘পিআর পদ্ধতি মাথায় দেয়, নাকি সাবানের মতো শরীরে মাখে’

বিএনপির এ নেতা বলেন, পিআর, টিআর মানুষ খায়ও না, পরেও না, বিশ্বাসও করে না। এসব কন্ডিশন যারা দেয়, তারা কিন্তু মুখে সবার পরিচিত। আমরা ৪৭-এ তাদের চরিত্র দেখেছি। পাকিস্তানের বিরুদ্ধে করেছে। আবার পাকিস্তান হওয়ার পরে ১৯৫৬ সালে নির্বাচন দেয়া হল। মানুষ নির্বাচনে নেমে গেছে। লাহোরে ভায়াস্ট করে আইয়ুব খানের মার্শাল-ল করার পথ সুগম করে দিল। পাকিস্তানের গণতন্ত্র হারিয়ে গেল। পাকিস্তানে আর গণতন্ত্র আসে নাই। ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়েছি।

সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধকের বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সম্মেলনে এক হাজার ৫১৫ জন কাউন্সিলর রয়েছে। এরআগে ২০১৬ সালে পৌর শহরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়